logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৭ ২১:৫৯
আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিবি
অনলাইন ডেস্ক

আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিবি

ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ও ওয়ানডে লীগের অনুমোদনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডে অকল্যান্ডে শুক্রবার অনুষ্ঠিত আইসিসির সভায় ক্রিকেটীয় অবকাঠামোর পরিবর্তন আনে খেলাটির বিশ্ব নির্বাহী সংস্থাটি।

লীগ পদ্ধতির টেস্ট চ্যাম্পিয়নশীপে শীর্ষ ৯ দল খেলবে। ছয়টি সিরিজের তিনটি দেশের মাটিতে এবং বাকি তিনটি এ্যাওয়ে। যা শুরু হবে ২০১৯ সালে। দলগুলোকে অন্ত পক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে হবে। তবে পাঁচ টেস্ট পর্যন্তও হতে পারবে।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই এটা একটা ভাল পরিবর্তন এবং আমরা এটাকে স্বাগত জানাই।’

‘নতুন নিয়মে অবশ্যই আমরা লাভবান হবো। কেননা আমরা যদি আটটি দলের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পাই তবে আমাদের সক্ষমতা প্রমানের ভাল সুযোগ পাব।’

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওয়ানডে লীগ শুরু হবে ২০২০ সালে। যেখানে অংশ নেবে ১৩টি দল। পূর্ণ সদস্য ১২ দলের সঙ্গে যুক্ত হবে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপের বিজয়ী দল। এ লীগ থেকেই বিশ্বকাপ বাছাই করা হবে।

বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম