logo
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০
‘পাহাড়ি জনগোষ্ঠী পরিবার পরিকল্পনার বিষয়ে এখনো অসচেতন’
রাঙামাটি প্রতিনিধি

‘পাহাড়ি জনগোষ্ঠী পরিবার পরিকল্পনার বিষয়ে এখনো অসচেতন’

পার্বত্যাঞ্চলের অনেক জনগোষ্ঠী এখনো পরিবার পরিকল্পনার বিষয়ে অসচেতন বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, ‘পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অপরিকল্পিত গর্ভধারণের কারণে বেশিরভাগ প্রসূতি মায়ের মৃত্যুর ঘটে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ, নিরক্ষর ও অসচেতন জনগোষ্ঠীর মধ্যে এ সব ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এ সমস্যা সমাধান করা সম্ভব। এ জন্য তৃণমূল পর্যায়ে এলাকা চিহ্নিত করে সরকারি-বেসরকারি স্বাস্থ্য কর্মীদের কাজের কর্মপরিধি বৃদ্ধি করতে হবে।’ রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

স্বাগত বক্তৃতা করেন ডা. বেবী ত্রিপুরা। শেখ রোকন উদ্দীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন— ডা. রফিকুল ইসলাম তালুকদার, ডা. শহীদ তালুকদার, ডা. গৌরব দেওয়ান ও উত্তম কুমার দাশ।