logo
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৯ ১৪:০৭
যে ১০ দেশে হতদরিদ্ররা থাকেন
অনলাইন ডেস্ক

যে ১০ দেশে হতদরিদ্ররা থাকেন

প্রতীকী ছবি

বিশ্বে সব মিলিয়ে এখন হতদরিদ্র মানুষের সংখ্যা ৭৩ কোটি ৬০ লাখ। এর অর্ধেকেরও বেশি থাকেন ১০টি দেশেই, যার মধ্যে ভারত ও বাংলাদেশও রয়েছে। চলুন দেখে নিই আর কোন কোন দেশ আছে এই তালিকায়।

বিশ্বব্যাংকের হিসাব

বিশ্বব্যাংক ‘পোভার্টি অ্যান্ড শেয়ারড প্রসপারিটি ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে সবচেয়ে বেশি হতদরিদ্র মানুষ আছে, এমন ১০টি দেশের তালিকা তৈরি করেছে। এ ১০টি দেশে ৪৫ কোটি অতিদরিদ্র মানুষ বাস করেন। ক্রয়ক্ষমতার সমতা অনুসারে (পিপিপি) যাদের দৈনিক আয় ১ ডলার ৯০ সেন্টের কম, তাদের হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয়েছে।

ভারত

বিশ্বব্যাংকের তালিকায় হতদরিদ্রের সংখ্যা বিবেচনায় শীর্ষ স্থানে রয়েছে ভারত। দেশটিতে অতিদরিদ্র মানুষের সংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ।

নাইজেরিয়া

তালিকায় শীর্ষ দশের ৭টিই সাব-সাহারান আফ্রিকার। ভারতের পর দ্বিতীয় স্থানে থাকা নাইজেরিয়ায় হতদরিদ্রের সংখ্যা ৮ কোটি ২৬ লাখ।

কঙ্গো

আফ্রিকার আরেক দেশ যুদ্ধবিধ্বস্ত কঙ্গো রয়েছে তৃতীয় স্থানে। কঙ্গোতে ৫ কোটি ৩২ লাখ মানুষের আয় ১ ডলার ৯০ সেন্টের কম।

ইথিওপিয়া

ইথিওপিয়া রয়েছে চতুর্থ স্থানে। এ দেশটিতে ২ কোটি ৬৭ লাখ অতিগরিবের বসবাস।

বাংলাদেশ

জিডিপি’র প্রবৃদ্ধিতে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও হতদরিদ্রের সংখ্যাতেও শীর্ষ তালিকায়। তালিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাংলাদেশে ২ কোটি ৪১ লাখ হতদরিদ্র মানুষ আছে। ভারসাম্য না আনতে পারলে, এ সংখ্যা সামনে আরও বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে।

তাঞ্জানিয়া

বাংলাদেশের পরেই তালিকায় রয়েছে তাঞ্জানিয়া। আফ্রিকার এ দেশটি আছে ষষ্ঠ অবস্থানে। এখানে হতদরিদ্রের সংখ্যা ২ কোটি ৭ লাখ।

কেনিয়া

কেনিয়াতে হতদরিদ্রের সংখ্যা ১ কোটি ৭৪ লাখ। দেশটি আছে সপ্তম অবস্থানে।

মাদাগাস্কার

মাদাগাস্কারে হতদরিদ্রের সংখ্যা ১ কোটি ৭৩ লাখ। তাদের অবস্থান আট।

মোজাম্বিক

মোজাম্বিকে ১ কোটি ৭১ লাখ মানুষের আয় ১ ডলার ৯০ সেন্টের নীচে। তারা আছে নবম অবস্থানে।

ইন্দোনেশিয়া

শীর্ষ দশের তালিকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র প্রতিনিধি ইন্দোনেশিয়া। এখানে ১ কোটি ৫১ লাখ অতিগরিব মানুষের বসবাস।

বিডি প্রতিদিন/কালাম