logo
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০৯:২১
টিকটক অ্যাকাউন্ট খুলেছেন কাজল, ফলো করেন মাত্র একজনকে!
অনলাইন ডেস্ক

টিকটক অ্যাকাউন্ট খুলেছেন কাজল, ফলো করেন মাত্র একজনকে!

সদ্য নিজের টিকটক অ্যাকাউন্ট খুলেছেন বলিউড অভিনেত্রী কাজল। আর অ্যাকাউন্ট খোলার কিছুদিনের মধ্যেই অভিনেত্রীর ফলোয়ার ৩১ লক্ষ পার হয়ে গেছে। কাজলের মত তারকাকে এত লাখ মানুষ ফলো করবেন, এটাই স্বাভাবিক। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। 

তবে কাজল কাকে ফলো করেন সেটাই হল আলোচনার বিষয়। নিজের টিকটক অ্যাকাউন্টে মাত্র একজন ব্যক্তিকেই ফলো করেন কাজল। আর ইনি কে জানেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুব স্বাভাবিক ভাবেই আপনার মাথায় যে হাজারো নাম ভিড় করছে তা আমি নিশ্চিত। 

কাজল ঠিক কাকে ফলো করেন সেটা ধারণা করা একটু কঠিনই বটে। হয়ত এই নামটা শুনলে আপনিও একটু অবাক হবেন। কাজল ফলো করেন তার 'রিল লাইফ' পুত্রকে। এখনও ঠিক বুঝলেন না তো? ইনি হলেন অভিনেতা ঋদ্ধি সেন। কাজলের টিকটক অ্যাকাউন্টে চোখ রাখলেই তা স্পষ্ট বোঝা যায়। তবে ঋদ্ধি সেনেরও টিকটক অ্যাকাউন্ট রয়েছে, তিনি অবশ্য কাউকেই ফলো করেন না। 


বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ