logo
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৪ ০৯:২৮
<font style=\'color:#ff0000\'>পাকিস্তানের কোর্টে মীরার সেক্স ভিডিও!</font>
অনলাইন ডেস্ক:

পাকিস্তানের কোর্টে মীরার সেক্স ভিডিও!

কিছু দিন আগে হঠাৎই ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছিল পাকিস্তানি নায়িকা মীরা ও তাঁর স্বামীর সঙ্গমের ভিডিও। 

জানা গেছে, এই দৃশ্য নিজেরাই শ্যুট করে ইন্টারনেটে প্রকাশ করেছিল মীরা ও তাঁর স্বামী নভিদ। সম্প্রতি মীরার সেই সেক্স ভিডিও ই্যসু নিয়ে বির্তক উঠল পাকিস্তানের আদালত চত্বরে। 

পাকিস্তানি আইনজীবি বসির আহমদ জানিয়েছেন ‘মীরার এই ধরণের কাজ ইসলামিক মুল্যবোধকে আঘাত করে। ইসলাম অনুযায়ী এটা পাপ। মীরা ও তাঁর স্বামীর শাস্তি চাই’। অভিযোগকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে পাকিস্তান কোর্ট। 

অন্যদিকে মীরা জানিয়েছেন, ‘আমি ও আমার স্বামী নির্দোষ৷ ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও আমার নয়৷ ওটা নকল৷’