logo
আপডেট : ১২ জুন, ২০২০ ১৮:৪৪
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
অনলাইন ডেস্ক

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে। তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ কমেছে। একইসঙ্গে তিনি বেশিরভাগ সময়ই কৃত্রিম অক্সিজেন ছাড়াই শ্বাস-প্রশ্বাস গ্রহণ করছেন।

আজ শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিভায়েড ফেসবুক পেজে ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আপডেট’ শিরোনামে এ তথ্য জানানো হয়।

এতে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফিজের বরাত দিয়ে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার ফুসফুসের সংক্রমণ কমছে। দিনের বেশিরভাগ সময়ই অক্সিজেন ছাড়া থাকছেন। তবে গলার ব্যাথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। আমরা সকলের দোয়া চাই যেন আল্লাহ তায়ালা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দ্রুত সুস্থতা দান করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফিজ এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম