logo
আপডেট : ২৮ জানুয়ারি, ২০২১ ১৬:২৫
অটোপাশের দাবিতে কুড়িগ্রামে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি

অটোপাশের দাবিতে কুড়িগ্রামে পলিটেকনিক
ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন

ক্লাশ ছাড়াই পরীক্ষার তারিখ ঘোষণার প্রতিবাদ, দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারে তাত্ত্বিক বিষয়ে অটোপাশসহ ৪ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহফুজার রহমান, আশিকুর রহমান ও নওশিন তাবাস্সুম।

এ সময় বক্তারা বলেন, করোনার কারণে ক্লাশ না হওয়ায় তাদের এক বছর সেশন জট তৈরি হয়েছে। তার উপর নীতিমালা অনুযায়ী কমপক্ষে দুই মাস তাত্ত্বিক ক্লাশ ছাড়াই পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। তাই শুধু তাত্ত্বিক বিষয়ে অটোপাশের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করছেন তারা। তাদের ওই ৪ দফা দাবি মানা না হলে আন্দোলন চলবে বলে জানান তারা।  

বিডি প্রতিদিন/আল আমীন