logo
আপডেট : ২৭ মার্চ, ২০২২ ০৮:১২
ক্ষোভ উগরে বাবরদের সাহস নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব আখতার
অনলাইন ডেস্ক

ক্ষোভ উগরে বাবরদের সাহস নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব আখতার

শোয়েব আখতার

ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকায় তাকে এখন খুব একটা টিভির পর্দায় দেখা যায় না। তবে ক্রিকেট থেকে দূরে থাকেন না শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ম্যাচের বিশ্লেষণ করতে দেখা যায় তাকে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের শেষ টেস্ট হারের পর শোয়েব যা বললেন তাকে সমালোচনা না বলে তুলোধনা বলাই ভালো। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। জেতার ইচ্ছা নেই দলটার। নিজের দেশের দল নিয়ে এমনই মন্তব্য সাবেক এই পাকিস্তানি ফাস্ট বোলারের। কিন্তু কেন কড়া সমালোচনা করছেন শোয়েব? কারণ একটাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের তৃতীয় টেস্ট ও সিরিজ হার। তিন টেস্টের সিরিজের প্রথম দুটি টেস্ট ড্র হলেও তৃতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়েছে অজিরা। পাকিস্তান দলের কড়া সমালোচনা করার পাশাপাশি প্যাট কামিন্স ও অস্ট্রেলিয়ার দলের প্রশংসাও করেছেন শোয়েব।

নিজের ইউটিউব ভিডিওতে শোয়েব বলেছেন, খুব হতাশা জনক একটা সিরিজ। জঘন্য। ডিফেন্সিভ মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। খারাপ পিচ তৈরি করে সিরিটা ড্র করার চেষ্টা করেছে। কিন্তু নিজেদের পাতা ফাঁদেই পা দিয়েছে । পাকিস্তান বোর্ড হোক বা পাকিস্তান দল ড্র করার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল। আমরাও জিতব না তাদেরও জিততে দেব না। সিরিজটা ড্র করব। এটাই ছিল মানসিকতা।

শোয়েব যে খুব একটা ভুল কিছু বলছেন এমন নয়। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ড্র হওয়ার পর পিচ নিয়ে বিতর্ক হয়েছিল। অস্ট্রেলিয়া দলও বিরক্তি প্রকাশ করেছিল পিচ নিয়ে। করাচিতে দ্বিতীয় ম্যাচটাও ড্র। লাহোরে শেষ টেস্টটা ড্র করতে পারলে পাকিস্তান নিজেদের লক্ষ্য সফল হতে পারত। ঘরের মাঠে পাকিস্তান যেখানে ড্র করার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল, সেখানে অস্ট্রেলিয়া সাহস দেখিয়ে ম্যাচ জেতার চেষ্টা করেছিল। তাই সফল হতে পেরেছে । তাই অস্ট্রেলিয়া ও তাদের অধিনায়ক প্যাট কামিন্সকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শোয়েব।

 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ