logo
আপডেট : ১১ মে, ২০১৫ ০০:০০
<font style=\'color:#000000\'>ইয়েমেনে যুদ্ধবিরতিতে সম্মত হুতি বিদ্রোহীরা </font>

ইয়েমেনে যুদ্ধবিরতিতে সম্মত হুতি বিদ্রোহীরা

ইয়েমেনে হুতি বিদ্রোহী এবং তাদের সহযোগীরা পাঁচ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে। সৌদি আরবের প্রস্তাবিত এই যুদ্ধবিরতির লক্ষ্য হচ্ছে বেসামরিক মানুষদের কাছে ত্রাণ সরবরাহ পৌঁছানোর সুযোগ করে দেওয়া। আগামী মঙ্গলবার থেকে এই যুদ্ধবিরতি বলবৎ হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ইয়েমেনের উত্তরে যেখানে শিয়া হুতি বিদ্রোহীদের মূল ঘাঁটি সেখানে সৌদি আরব ও তার মিত্রদের বিমান হামলা চলছে। নিরাপদ এলাকায় পালাচ্ছে লোকজন। এদিকে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর বাসভবনে গতকাল বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। প্রত্যক্ষদর্শী জানিয়েছে, সানায় সালেহর বাসভবনে গতকাল সকালে বিমান থেকে বোমা ফেলা হয়। সেখানে তিন দফা বিমান হামলা চালানো হয়েছে। গত ২৬ মার্চ ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সালেহর অনুগত যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা চালানো শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। বিবিসি।