৪ এপ্রিল, ২০১৬ ১৬:৩৪

সুইডেন আওয়ামী লীগ এর নতুন এডহক কমিটি অনুমোদন

তানজিল ইসলাম, (স্টকহোম), সুইডেন

সুইডেন আওয়ামী লীগ এর নতুন এডহক কমিটি অনুমোদন

দীর্ঘ ১৬ বছর পর গত ১৩ মার্চ সুইডেন আওয়ামী লীগের বহুল প্রতীক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন আয়োজন করা হয়। শুরুতেই বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এম এ গনি। এতোদিনের সাংগঠনিক স্থবিরতা দূর করে গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কার্যক্রমকে নতুন কাউন্সিলের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে সচল রাখার লক্ষে শনিবার (০২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে একটি এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়। এ কমিটির মেয়াদ সর্বোচ্চ তিন মাস এবং উক্ত নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ সম্মেলন আয়োজন এর মাধ্যমে বৃহত্তর পরিসরে শক্তিশালী সুইডেন আওয়ামী লীগ গড়ার লক্ষ্যে অবিলম্বে যোগ্যতার ভিত্তিতে এবং জনমতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি নতুন কমিটি গঠন করবে । 

সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা  সভাপতি এবং বিদায়ী কমিটির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ খেতু মিয়াকে আহ্বায়ক নিযুক্ত করা হয়। সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান লাল্টু এবং সাবেক সহ-সভাপতি সিরাজুল হক খান রানাকে যুগ্ম-আহ্বায়ক নিযুক্ত করা হয়। সাবেক সহ-সভাপতি ড. ফরহাদ আলী খানকে সদস্য সচিব এবং দলিল উদ্দিন দুলু (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক) ও খালেদ চৌধুরীকে (সাবেক সাংগঠনিক সম্পাদক) যুগ্ম সদস্য সচিব নিযুক্ত করা হয়। 

 


বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর