৩ মার্চ, ২০২০ ০৬:০২

কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

আমিন ব্যাপারী, কাতার প্রতিনিধি :

কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

দুই বাংলার কমিউনিটি নেতাদের অংশগ্রহণে কাতারে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে আকাশ মিডিয়া ভুবন কাতার। কাতারের রাজধানী দোহারের শালিমার প্যালেস হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও আমরা বাঙালি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশের সভাপতিত্বে ও কাজী শামীমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান।

বিশেষ অতিথি ছিলেন ভারতের কালচারাল সেন্টার কাতারের যুগ্ম-সম্পাদক অঞ্জন কুমার গাঙ্গুলী, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী ও শহীদ পরিবারের সন্তান সৈয়দ আনা মিয়া। এসময় সংগঠনের পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় বক্তারা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও।

এতে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা শফিকুল কাদের, ইঞ্জিনিয়ার আলিমুদ্দিন, মো. আবুল কাশেম, মো. ইসমাইল মিয়া, নুরুল আফসার বাবুল, কবি আব্দুর রহমান, কাজী মো. শাহ্জাহান, শিক্ষক মো. তাফসীর উদ্দিন, মাহাবুবুর রহমান চৌধুরী, আহমেদ মালেক, এম এ আলম, আকবর হোসেন বাচ্চু, ইকবাল আহমেদ রনি, গোলাম সরোয়ার মিশু,  সবুজ মিয়া, মো. ওবায়েদুর রহমান, বাবু খান, মহিউদ্দিন কাজল ও মো. রাজীব প্রমুখ। পরে ভাষা শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন মাওলানা তাইজুল ইসলাম। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর