৪ এপ্রিল, ২০২০ ০১:২৪

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ব্রিটিশ রানি এলিজাবেথ

যুক্তরাজ্য প্রতিনিধি

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ব্রিটিশ রানি এলিজাবেথ

ফাইল ছবি

করোনাভাইরাসের মহামারি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। উইন্ডসর ক্যাসেলে ধারণ করা এই ভাষণটি রবিবার স্থানীয় সময় রাত ১০টায় টেলিভিশনে প্রচার করা হবে।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৬৮ বছরের রাজত্বকালে এই নিয়ে চতুর্থবারের মতো জাতির উদ্দেশে বিষেশ ভাষণ দিতে যাচ্ছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ১৬৮জন। এর মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে তিন হাজার ৬০৫জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। এমন অবস্থায় বিশেষ ভাষণ দিতে যাচ্ছেন ব্রিটিশ রানি।

উল্লেখ্য, সাধারণত বড় দিনের সময়ে বছরে একবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন ব্রিটিশ রানি। এর বাইরে তার ভাষণের নজির খুবই কম। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধ, ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার শেষকৃত্য এবং ২০০২ সালে রানির মায়ের মৃত্যুর পর বিশেষ ভাষণ দিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। করোনাভাইরাস মহামারিতে তার এবারের ভাষণটি টেলিভিশন, রেডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে সম্প্রচারিত হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর