৬ জুন, ২০২০ ১৩:০৬

নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় করোনা টেস্টের ভ্রাম্যমাণ ক্যাম্প

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

 
নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় করোনা টেস্টের ভ্রাম্যমাণ ক্যাম্প

‘মার্ক হোমকেয়ার’র সহায়তায় ৫ জুন নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে দিনব্যাপী করোনাভাইরাস টেস্টের ভ্রাম্যমান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে করোনা টেস্ট অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কমিউনিটিতে। এই সেন্টার পরিচালনায় ছিলেন কমিউনিটি লিডার কাজী আজম, ফিরোজ আহমেদ প্রমুখ।

সকলেই এমন একটি আয়োজনের প্রশংসা করেছেন। কারণ, অনেকেই নানাবিধ কারণে হাসপাতালে যেতে উৎসাহ হারিয়ে ফেলেছেন। অথচ সময়ের পরিপ্রেক্ষিতে করোনাভাইরাসে সংক্রমিত কিনা তা নিশ্চিত হতে আগ্রহী সকলেই। সেই পথ সুগম হলো এমন আয়োজনে।

আগামী শুক্রবার একইধরনের টেস্টিং অনষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। বাংলাদেশি পুলিশ এসোসিয়েশন এবং ফোবানার সহযোগিতায় পরবর্তীতে ব্রঙ্কস এবং জ্যামাইকাসহ কমিউনিটির বিভিন্ন স্থানে এমন ক্যাম্প করার কথাও জানান মার্ক হোমকেয়ারের কর্মকর্তা জিম।

ব্রুকলিনের এ ক্যাম্প পরিচালনায় সর্বাত্মক সহায়তা ছিল ‘হেল্পিং হ্যান্ড ফর চিটাগানিয়ান’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের।  

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর