১৪ এপ্রিল, ২০২১ ১৩:২৩

লাকসামে আরও ৫ জনের করোনা শনাক্ত

লাকসাম প্রতিনিধি

লাকসামে আরও ৫ জনের করোনা শনাক্ত

কুমিল্লার লাকসামে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের শনাক্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করেন আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০২ জন। 

এছাড়াও এখানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৮ জন।  

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় বুধবার (১৪ এপ্রিল) ২৯টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৪ জন পজিটিভ ও বাকী ২৫টি রিপোর্ট নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। আক্রান্তদের মধ্যে ৩ জন পৌরশহরের উত্তর লাকসাম ও ১ জন পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা। 

উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২৯৩৩টি। তাদের মধ্যে ২৮৯৫ টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৬০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ২২৯৩টি রিপোর্ট নেগেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, লাকসামে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর