১৭ জানুয়ারি, ২০২০ ১৫:২৮

'কমিশন চাইলে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করতে পারে'

অনলাইন ডেস্ক

'কমিশন চাইলে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করতে পারে'

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

নির্বাচন কমিশন চাইলে ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করতে পারে। এতে সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, নির্বাচনের সিডিউল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাই সরকার অন্যায় করেছে এটা বলার কোনো যৌক্তিকতা নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একটা ধর্মের শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। এবং সেটা আমরা অবশ্যই করি। আমার মনে হয়, নির্বাচন কমিশনের তাদের সাথে বসা উচিত। আলোপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান খুঁজে নেবেন বলে আশা প্রকাশ করছি। এ আলোচনা করতে গিয়ে তারা যদি মনে করেন নির্বাচনের তারিখ পেছাবেন অথবা এগিয়ে নিয়ে আসবেন। এটা নিতান্তই নির্বাচন কমিশনের, এখানে আওয়ামী লীগ ও সরকারের কোনো কিছু করার নেই।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর