২০ জানুয়ারি, ২০২০ ১৫:৫৩

ইভিএম সাদরে গ্রহণ করেছে ঢাকাবাসী : তাপস

অনলাইন ডেস্ক

ইভিএম সাদরে গ্রহণ করেছে ঢাকাবাসী : তাপস

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ঢাকাবাসী গ্রহণ করবে না বলে বিএনপি অভিযোগ করলেও ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে। কারণ ঢাকাবাসী ঢাকার সেবক নির্বাচন করতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর খিলগাঁও রেলগেট সংলগ্ন বাটার মোড়ে নির্বাচনী প্রচারণার সময় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে শেখ ফজলে নূর তাপস বলেন, এটা বিএনপির নিছক একটা অভিযোগ। বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করা যায়, তাই তারা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচনে অংশ নেওয়া নয়, ঢাকার উন্নয়ন নয়, তাদের নেত্রীকে মুক্ত করা। এমনকি তারা নিজেরাই বলেছে, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে আসা।

এসময় স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর