২৫ জানুয়ারি, ২০২০ ১৭:২৩

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত, অভিযোগ তাপসের

অনলাইন ডেস্ক

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত, অভিযোগ তাপসের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা নেতাকর্মীসহ ঢাকাবাসীর দ্বারে দ্বারে যাচ্ছি, অথচ আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুধু অভিযোগ নিয়ে ব্যস্ত। উন্নয়নে রূপরেখা নেই, জীবনযাত্রার উন্নয়নে কোনো কার্যক্রম নেই। তারা জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছেন। 

শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজের নিচে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। 

ব্যারিস্টার তাপস বলেন, আগামী ২৮ অথবা ২৮ জানুয়ারিতে ঢাকাবাসীর উন্নয়নের উদ্দেশ্যে আমাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে পারবো। আমি মনে করি আগামী ১ ফেব্রুয়ারি সিটি করেপোরেশনের নির্বাচন ঢাকাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। ঢাকাবাসী উন্নয়নের লক্ষ্যে আমরা একটি নবযাত্রার সূচনা করতে চাই।

বিডি-প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর