২৬ জানুয়ারি, ২০২০ ১৬:৫০

হাইকোর্টে রিট খারিজ, সিটি ভোটে বাধা নেই

অনলাইন ডেস্ক

হাইকোর্টে রিট খারিজ, সিটি ভোটে বাধা নেই

ফাইল ছবি

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনী তফসিলের বৈধতা চ্যালেঞ্জসহ ভোট স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। রবিবার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণের ক্ষেত্রে  কোনো বাধা রইল না।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক, নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন  আইনজীবী মো. ইয়াসিন খান ও শানজানা ইয়াসিন খান।
ভোটার তালিকা হালনাগাদ না করায় সিটি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে বুধবার রিট করা হয়েছিলো। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটির রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর