২৬ জানুয়ারি, ২০২০ ১৭:২৩

আওয়ামী লীগের বিদ্রোহীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের বিদ্রোহীদের 
বিরুদ্ধে অ্যাকশন শুরু

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নেওয়া বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে আওয়ামী লীগ। রবিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী কে এম ফজলুল হককে (ঘুড়ি মার্কা) বহিষ্কার করা হয়েছে। তিনি ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। 
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্যদের নেতৃত্বে গঠিত যাত্রাবাড়ী থানা নির্বাচনী পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সদস্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, দুপুরে যাত্রাবাড়ি মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যারাই দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করছেন তাদের বিরুদ্ধে আজকালের মধ্যে এই ব্যবস্থা নেওয়া হবে। 
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক হারুনর রশীদ, ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু প্রমুখ। 
বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর