সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আগে ও পরে

সোহানুর রহমান অনন্ত

আগে ও পরে

বিয়ের আগে ও পরে : বিয়ের আগে সময় পেলেই ফেসবুকে উকিঝুঁকি, সুন্দরী মেয়ে দেখলেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। জীবনে কবিতা না লিখলেও, দু-এক লাইন কবিতা লেখা। রাতের ঘুম হারাম করে সুন্দরী খোঁজা, আরও কত কি? বিয়ের পর ফেসবুকে আর বসার সময় কই? তারপরও বসলেই অমুক তমুক স্ট্যাটাস আজ বউ এটা রেঁধেছে, বউয়ের সঙ্গে অমুক জায়গায় ঘুরতে গেলাম, মশারি টানানো নিয়ে ঝগড়া করলাম আরও কত কি।

   

ধার নেওয়ার আগে ও পরে : টাকা ধার নেওয়ার আগে পারলে বন্ধুকে মাথায় তুলে রাখেন। দিনে চারবার বন্ধুর খোঁজ-খবর রাখেন, ফেসবুকে বন্ধু আমার বন্ধু লিখে স্ট্যাটাস মারেন। সুযোগ পেলেই বন্ধুকে নিয়ে টঙের দোকানে চা, শিঙ্গাড়া খেতে বসে পড়েন। তার সেলফিও আপলোড মারেন। আর টাকা ধার নেওয়া হয়ে গেলে। বন্ধু আইডিকে ব্লক মেরে চুপচাপ ঝিম মেরে থাকেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর