সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
পাঠকেরলেখা

চেনা চেনা লাগে

এমরুল হোসাইন

ডাক্তার  : কী সমস্যা?

রোগী : ইদানীং অনেক অচেনা মানুষকেও চেনা চেনা লাগে। দেখলে মনে হয় কোথায় যেন দেখেছি। কিন্তু মনে করতে পারি না।

ডাক্তার : মোবাইল বন্ধ রাখুন।

রোগী : মোবাইল তো বন্ধই।

ডাক্তার : তাহলে একটু পর পর কী করছেন?

রোগী : ফেসবুক চালাচ্ছি। অনেক বন্ধু-বান্ধব তো, লাইক, কমেন্ট, চ্যাট ইত্যাদির যে চাপ তাতে এক মুহূর্তও অবসর নেই।

ডাক্তার : ও এই সমস্যা! তা আপনার বন্ধু সংখ্যা কত?

রোগী : ফেসবুকে বন্ধু সংখ্যাতো আর পাঁচ হাজারের বেশি হয় না তাই, নয়তো এতদিনে পঞ্চাশ হাজার ছাড়িয়ে যেত।

ডাক্তার : আচ্ছা নতুন যাদের সাথে দেখা হয় তাদের সবাইকে কি চেনা চেনা লাগে?

রোগী : না, কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় অনেক দিনের চেনা, আবার কিছু মানুষকে দেখলে অচেনা লাগে। সেদিন একজনের সাথে দেখা হতেই মনে হলো কতদিনের চেনা কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় দেখেছি। এর কয়েকদিন পর ফেসবুকে তার একটি স্ট্যাটাস দেখে মনে পড়লো ওহ হো সেদিন তো তাকেই চেনা চেনা মনে হচ্ছিল। কিন্তু চিনতেই পারলাম না অথচ উনি আমার ফেসবুক ফ্রেন্ড!

ডাক্তার : ফেসবুক কিছুদিন বন্ধ রাখুন তাহলেই বুঝতে পারবেন রোগটা কী আর এর ওষুধ বা কী? ধন্যবাদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর