সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
পাঠকের লেখা

ফেসবুক বন্ধ থাকার যত সুবিধা

মাহবুবুর রশিদ কানাইঘাট, সিলেট

ফেসবুক বন্ধ থাকার যত সুবিধা

► ফেসবুক ব্যবহারে অযথা কম্পিউটার অন করে রাখা, অ্যানড্রয়েড ফোনে বার বার চার্জ দেওয়াতে বিদ্যুতের অপচয় হয়। ফেসবুক বন্ধ থাকলে দেশে বিদ্যুতের সাশ্রয় হবে।

 

► ফেসবুকে সারা দিন সারা রাত থাকার কারণে অনেকের রীতিমতো ঘুম হচ্ছে না। ফেসবুক বন্ধ থাকলে তারা নাক ডেকে ঘুমাতে পারছেন।

 

► ফেসবুক ব্যবহারে প্রতিদিন যত টাকার এমবি খরচ হচ্ছে ফেসবুক বন্ধে সেই টাকাগুলো বেঁচে যাবে। এতে মানিব্যাগের উন্নতি হবে।

 

► ফেসবুকে প্রোফাইল পিকচার পরিবর্তন কিংবা স্ট্যাটাস দিয়ে লাইক, কমেন্ট, শেয়ারের আশায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ফেসবুক বন্ধ থাকলে সেই সময়টাও বেঁচে যাবে।

সর্বশেষ খবর