সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বন্ধ ফেসবুকে বিখ্যাতদের স্ট্যাটাসসমূহ

চিরতার রস

বন্ধ ফেসবুকে বিখ্যাতদের স্ট্যাটাসসমূহ

 

রবীন্দ্রনাথ ঠাকুর

একজন সেলিব্রেটির কাছে নিজের ফ্যান পেজ নিজে চালানোর মতো বিড়ম্বনা আর নাই।

শেক্সপিয়র

ভালোবাসা ফটোশপের মতো। চাইলেই ব্যবহার করে জীবনকে আরও সুন্দর থেকে সুন্দর করতে পারেন। তবে আপনাকে সবগুলো টুলের সঠিক ব্যবহার শিখতে হবে।

 

প্লেটো

ফেসবুকে তিন ধরনের মানুষ আছে। যারা নিয়মিত ক্যান্ডি ক্রাশ খেলে, যারা নিয়মিত গেম অব থ্রোনস খেলে, আর অন্যরা ক্রাইম না করেও ক্রিমিনাল কেস খেলে।

 

অস্কার ওয়াইল্ড

সেই প্রকৃত ভদ্রলোক, যে ইচ্ছাকৃতভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলিয়ে রাখে না। অনেকটা আমার মতো।

 

এরিস্টটল

আমার শ্রেষ্ঠ বন্ধু সেই, যে আমার স্ট্যাটাস না পড়েও   অ্যাকটিভ লাইকার।

 

প্লেটো

ফেসবুক এমনই এক পরশপাথর, যার ছোঁয়ায় সবাই কবি অথবা দার্শনিক হয়ে যায়। এখানে ভূতও সুন্দরী হয়ে যায়।

 

শেক্সপিয়র

কাপুরুষেরা মৃত্যুর আগে অগণিত ফেক আইডি খুলে। তবে প্রকৃত পুরুষের আমৃত্যু একটিই ফেসবুক আইডি।

 

সক্রেটিস

সেলফি আমাদের স্বাবলম্বী হতে শেখায়, নিজেকে জানতে শেখায় এবং লাইক বাড়ায়।

নেপোলিয়ন

তোমরা আমার স্ট্যাটাসে লাইক দাও, আমি তোমাদের স্ট্যাটাসে রেগুলার লাইক, কমেন্ট, শেয়ার করব।

 

সর্বশেষ খবর