সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শীতে প্রয়োজনীয় কিছু টিপস

পাঠকের লেখা

►গোসল : শীতে শীতকাতর এবং পানিচোরাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে গোসল। কেউ কেউ আছেন ১০-১৫ দিনের মধ্যে এক দিন গোসল করেন, তাও আবার বউয়ের ঝাড়ি খেয়ে। আবার কেউ কেউ পানির কাছে গিয়ে ঠাণ্ডা পানিতে হাত দিয়েই অজ্ঞান হওয়ার দশায় পড়েন। কেউ কেউ আবার গরম পানিতেও গোসল করতে শীত অনুভব করেন। তাদের এ সমস্যা সমাধানের জন্য যেটা করা যেতে পারে সেটা হলো গোসল করার কোনো উপায় খুঁজে বের করা। এখানে কোনো উপায় খুঁজে পাওয়া যায়নি। অনেকে সোয়েটার পরে গোসল করে পরীক্ষা করে দেখেছেন সেটাও সুবিধার না।

► বিছানা : ব্যাচেলর শীতকাতর এবং পানিচোরাদের আরও একটি চ্যালেঞ্জের জায়গা হচ্ছে সিঙ্গেল বেডের রাতের বিছানা।

সারা দিন পড়াশোনা বা অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে লেপ-তোষক কাথা কম্বল

কিছুই রোদে দিয়ে একটু গরম করার সুযোগ না  থাকায় রাতে ঘুমাতে গিয়ে  মনে হয় বিছানাটা আস্ত এক বরফের ময়দান। যে কারণে সারা রাত ১০-১৫টা কম্বল পরে ঘুমালেও কেউ কেউ শীতে কুহু কুহু করেন।

এদের এই সমস্যাগুলো সমাধানের জন্য যে কাজটি করা যেতে পারে তা হলো-

সারা দিন পড়াশোনা বা অফিস করে রুমে এসে বেডের সব কাথা কম্বল লেপ তোষক

ইস্ত্রি করে গরম করতে পারেন।

- রুপম আহমেদ মঈন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর