শিরোনাম
সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা
তিনি বলেছেন...

ভালো চাকরি জুটিয়ে প্রেমিকাকে বিয়ে করে ফেলুন

হাসান মাসুদ, অভিনেতা

ভালো চাকরি জুটিয়ে প্রেমিকাকে বিয়ে করে ফেলুন

ব্যাচেলার সিনেমায় গান গাইলেন। সামনে বাজারে কোনো গানের ক্যাসেট আসছে?

—না।

 

কারণ?

— এখন তো গানের চর্চা বিগত হয়ে গেছে!

 

দুঃখ হারায় না কিন্তু ভালোবাসা হারায় কেন?

— কারণ ভালোবাসা প্রজাপতির মতো! উড়ে উড়ে চলে যায় ।

 

যদি বলি প্রেমকে না বলুন আর প্রেমিকাকে...?

— একটা ভালো চাকরি জুটিয়ে প্রেমিকাকে বিয়ে করে ফেলুন।

 

একটা ভালো বাক্য বলুন?

— আমাদের নদীগুলো স্রোতস্বিনী হোক।

 

রুমের মাঝে সোনার খনি দেখতে পেলে কি করবেন?

— প্রশ্নটা শুনে একটা চুটকির কথা মনে পড়ল। চুটকিটা আবার অনেক বড়। সময় নিয়ে অন্য দিন আপনাদের সবাইকে শুনিয়ে আসব।

 

অনেক মানুষ কিন্তু কারও সঙ্গে কারও চেহারার মিল না থাকার কারণ কী?

— একেকজনের মন একেক রকম হওয়ার কারণেই চেহারার অমিল। কিন্তু অন্য প্রাণীদের মাঝে আবার এই তারতম্যটা নেই।

 

অভিনয়ে আপনি আর বাস্তবে আপনি মিল?

— দুটোতে একই। কোনো অমিল নেই।

 

গান, অভিনয়, মডেলিং সমান তালে এগিয়ে কিন্তু ঘরের মানুষের কাছে?

— সেখানে আবার পিছিয়ে থাকার কোনো মানে হয় না। তাই সেখানেও সমানে সমানে।

 

যেভাবে হাসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

— আমার হাসির কোনো ঠিক নেই। একেক সময় একেক রকমভাবে হাসতে স্বাচ্ছন্দ্যবোধ করি। অনেক সময় মুচকি হাসি, অনেক সময় টিটকারি হাসি, অনেক সময় মিষ্টি হাসি ।

 

মাঝে মধ্যে আপনার কী মনে হয়...

— মাঝে মধ্যে মনে হয় আরও আগে জন্মগ্রহণ করলে আরও আগে বিয়ে করতে পারতাম।

 

প্রিয় শখ?

— ফটোগ্রাফি। ইচ্ছে মতো ছবি তোলা। কারণ ছবি তুলতে কোনো টাকা লাগে না।

 

আপনার কী করতে ভালো লাগে?

— নিজেকে গুটিয়ে রাখতে ভালো লাগে ।

 

পানির অপর নাম জীবন, তেলের অপর নাম কি?

— মর্দন।

 

ভালোবাসা একটা ফালতু জিনিস, তাই না?

— যাদের অভিজ্ঞতা নেই তারা এ কথা বলে।

 

পান খেলে ঠোঁট লাল হয় কেন?

— কষ্টে।

 

ইন্টারভিউ : ফরিদুল ইসলাম নির্জন

সর্বশেষ খবর