সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
পাঠকের লেখা

অবৈজ্ঞানিক উত্তরসমূহ

এস আর শানু খান

অবৈজ্ঞানিক উত্তরসমূহ

পিয়াজ কাটলে চোখে পানি আসে কেন?

 

— মানুষের মায়া মমতা এতটাই কমে এসেছে যে চোখে পানি আসতেই চাই না। কারও দুঃখ কষ্টই যেন আবেগি করতে পারে না। আর এ জন্য চোখে পানির মজুদ দিন দিন উচ্চমাত্রায় পৌঁছেছে। যার ফলশ্রুতিতে পিয়াজ কাটলে পানি বের হয়ে আসে।

 

আমরা স্বপ্ন দেখি কেন?

— কেউ দেখায় বলেই আমরা স্বপ্ন দেখি। তা ছাড়া মানুষ হিসাবে আমরা খুবই পরিশ্রমী। সময়ের দাম আমাদের কাছে অনেক। অবসর সময় কাটাবার কোনো অবকাশ নাই। আর তাই তো ঘুমের ভিতর কাজ না করতে পারলেও স্বপ্নতো দেখা যায়। স্বপ্নও একটা কাজ।

 

মানুষ লেখাপড়া করে কেন?

— একদমই সহজ। গাড়ি ঘোড়ায় চড়ার জন্য। কথায় আছে লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। যারা লেখাপড়া না করেও গাড়ি ঘোড়ায় চড়েন তারা প্রবাদ বাক্যের বিপরীতে গাড়িতে উঠেছেন।

 

মানুষ ভুল করে কেন?

— মানুষ অলস থাকার জিনিস না। একটা কিছু করে সময় কাটাতে হয়। কাজ হোক আর অকাজ হোক। ভুল করলেই বোঝা যায় কে কাজ করছে।

— মনোখালী, মাগুরা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর