সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এমন যদি হতো

মেহেদী হাসান হিমেল

এমন যদি হতো

মানুষ যদি বেলুন হতো—

তবে হাওয়া ছাড়া থাকলে টেনে বল আকার হয়ে যেত! অতি সহজেই ছোট থেকে বড় করা যেত টেনে টেনে! হাওয়া দিলে উড়ে যেত ঘুড়ি হয়ে। খুব অল্প সময়ে যেকোনো দূরত্ব অতিক্রম করতে পারত। যানজটে পড়ার সম্ভাবনা থাকত না। আর বেশি দিলে? তেমন কিছু না, বিকট শব্দে ফেটে যেত!

 

বাঘ যদি হরিণ হতো—

বাঘ খুব শান্ত প্রকৃতির প্রাণী হয়ে যেত। তারা বনে বনে পোস্টার লাগিয়ে ঘুরত ‘কারও ওপর অন্যায়ভাবে ঝাঁপিয়ে পড়ো না!’ সে তার সৌন্দর্য আর মধুর ব্যবহার দিয়ে শিকারিকেও হার মানাত। শিকারিকে নিজের বন্ধু বানিয়ে ফেলত। বলত, আসুন একটা সেলফি নিই, স্মাইল!

 

পাখি যদি মানুষ হতো—

তবে তারা খুব জোর খাটিয়ে বলতে পারত, শুধু ময়না পাখিই কথা বলে না, আমরাও কথা বলি। কাক বলে আমাদের হিংসা করা ঠিক হচ্ছে না। জান না? কালা আর ধলা বাহিরে কেবল ভেতরে সবারই সমান রাঙা। তাই কাউকে ছোট করে বলতে আমাদের নাম ব্যবহার করা ভিত্তিহীন। প্রতিবাদ জানাচ্ছি...

 

— মুন্সীগঞ্জ, ঢাকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর