সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বইমেলা শেষে টুনির বাপের নিকট টুনির মায়ের চিঠি

বইমেলা শেষে টুনির বাপের নিকট টুনির মায়ের চিঠি

ওগো টুনির বাপ,

দেখতে দেখতে বইমেলা শেষ হইয়া যাইতেছে। সেই কবে থিকা গেরামে বউ, পোলা-মাইয়া রাইখা বইমেলাতেই রাত-দিন বেড়াইতেছো। এইবারের বইমেলায় পনেরোখানা বই লেইখা গেল মাসের একত্রিশ তারিখে বাড়ি ছাড়ছো। ফেসবুকে বইমেলা নিয়া প্রতিটাদিন স্ট্যাটাস দাও কিন্তু আমাগোর খবর নাও না। তোমার স্ট্যাটাসে তোমার নিজের লাইক ছাড়াও যে আমার লাইক থাহে হেইডা কি চোখে পড়ে? পড়ব কেমনে তুমি তো চুল লাল-গাল লাল করা মাইয়া মাইনষের ছবিতে লাইক-কমেন্ট কইরাই দিন পার করতেছো। ঢোল পিটাইয়া বই নিয়া বস্তা বস্তা বিজ্ঞাপন স্ট্যাটাস যে ঢালো কেউ তোমার স্ট্যাটাস পড়ে কিনা সন্দেহ লাগে। তোমার মুঠোফোন নম্বরটাও গত সাত দিন যাবৎ বন্ধ পাইতেছি। পনেরোটি বইয়ের খরচ মেটাতে ঘরের আবাদি গরু দুইটা, খোঁয়াড় থেইকা হাঁস-মুরগি সব বিক্রি করেছো। এখন বুঝতে পারছি, কীসব কাউয়া-আউয়া মার্কা বই লিখছো। এদিকে আমার সাংসারিক উপার্জনের সব শেষ করছো। এখন ভয়ে বাড়িতে যোগাযোগ বন্ধ কইরা দিছো, তাই না? যাউক গা। আমার সোজা কথা, আমার সংসার থেইকা যেসব বিক্রি কইরা বই বাইর করেছো সেসব লাগব না, তুমি ফিরা আসো, ডরাইয়ো না।

ইতি,

টুনির মা

ইয়াছিন খন্দকার লোভা

সর্বশেষ খবর