শিরোনাম
সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
বলুন তো দেখি

ঢাকায় কিসের সংখ্যা বেশি?

ঢাকায় কিসের সংখ্যা বেশি?

বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা বুড়িগঙ্গার নদীর তীরে অবস্থিত। ঢাকায় অনেক জ্যাম। ঢাকায় টাকা উড়ে। এই টাকা ধরার জন্য সবাই ঢাকা আসে। কিন্তু টাকা ধরা দূরে থাক উল্টো পকেটমার, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা খোয়াতে হয়। তাই ঢাকায় এসে আশা ফুরিয়ে গেছে— এমন অভিযোগ এসেছে সিনেমার গানে। বলা হয়েছে, ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে...’। সে যাই হোক, ঢাকায় মানুষ বেড়েছে। এরপর মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে কাক। তারপর কাককে পেছনে ফেলে এগিয়ে আসে ভাবুক কবিগণ। ফেসবুক ভরে ভরে কাব্য লেখেন তারা। অবশ্য তাদের পেছনে ফেলে দিয়ে এগিয়ে আসেন পাতি নেতারা। ঘরে ঘরে রাজনৈতিক দল গঠন করে পুরো ব্যাপারটাই ‘ছ্যাড়াব্যাড়া’ লাগিয়ে দেন। সর্বশেষ তথ্য মতে আশঙ্কা করা হয় ঢাকায় ভুঁইফোড় অনলাইন নিউজপোর্টালের সংখ্যা বেশি। তবে তারাও এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। চিকুনগুনিয়ার অ্যাটাকে মশারা সংখ্যায় আধিপত্য বিস্তার করছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য জনগণের ঘনত্বে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর ঢাকা হওয়ায় মশারাও রয়েছে আধিপত্য হারানোর শঙ্কায়... এমতাবসস্থায় বলুন তো, ঢাকায় কিসের সংখ্যা বেশি?

 

সঠিক উত্তরদাতার জন্য রয়েছে... ধন্যবাদ। থ্যাংক ইউ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর