সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কখন বুঝবেন শীত এসেছে

ইন্দ্রজিৎ মণ্ডল

কখন বুঝবেন শীত এসেছে

♦ আপনি খুব সাহসী। বউকে ছাড়া আর কাউকেই ভয় পান না। সে-ই আপনি যখন কারণ ছাড়া কাঁপতে থাকবেন। লেপের নিচে লুকিয়ে থাকতে ভালো লাগবে। তখন বুঝবেন শীত এসেছে।

 

♦ আপনি প্রতিদিন একাধিকবার গোসল করে অভ্যস্ত।  সেই আপনিই যখন গোসলের নাম শুনলেই আঁতকে উঠবেন, ‘গোসলকে না বলুন’ এ মতবাদে বিশ্বাসী হয়ে উঠবেন। তখন বুঝবেন শীত এসেছে।

 

♦ আপনি সিগারেট খান না। বন্ধুদের পীড়িপিড়িতেও কখনো সুখটান দিয়েছেন বলে আপনার মনে পড়ে না। সেই আপনার মুখ থেকে যখন তখন ধোঁয়া বের হতে থাকলে বুঝবেন শীত এসেছে।

 

♦ যখন দেখবেন টেলিভিশনের বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন পত্রপত্রিকায় কোল্ড ক্রিম,  লোশন, লিপ জেল ইত্যাদির বিজ্ঞাপন বেশি বেশি দেওয়া শুরু করেছে তখন চোখ বুঝে ধরে নেবেন যে শীত এসেছে।

 

♦ যখন দেখবেন ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়েছে। আপনারও বাহারি স্বাদের পিঠা খাওয়ার জন্য মন আকুপাকু করছে। তখন বুঝবেন শীত এসেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর