শিরোনাম
সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
পাঠকের লেখা

আমরা যেভাবে মোবাইল ডিজিট বলি

মুহসিন ইরম

► নাম্বার লেখেন জিরো ওয়ান  সেভেন সাতাত্তর, সাতশ, আশি, পঁচানব্বই।

 

► আমার মোবাইল নাম্বারটা রাখেন। জিরো ওয়ান সিক্স, তিনটা  সেভেন, এইট, নাইন।

 

► আমার নতুন নাম্বার। নাইন এরপর এইট লেখেন দুইটা, এরপর  সেভেন লেখেন। পরে আবারও দুইটা এইট।

 

► এই নাম্বারটা রাখেন। জিরো ওয়ান সেভেন, ডাবল ওয়ান এরপর আরেকটা ওয়ান, সেভেন, নাইন।

 

► নাম্বার হচ্ছে শূন্য এক নয় তিন, এরপর ৬ থেকে নিয়ে নয় পর্যন্ত, ব্যস।

 

সর্বশেষ খবর