শিরোনাম
সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এ যুগের ভদ্রতা বনাম সহজ বাংলা

এ যুগের ভদ্রতা বনাম সহজ বাংলা

ভদ্রতা : তুমি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ কর।

সহজ বাংলা : আজ থেকে আমি তোমার সঙ্গে আর কোনো রিলেশন রাখতে চাচ্ছি না। সো, ব্রেকাপ।

 

ভদ্রতা : আপনি এখন আসতে পারেন।

সহজ বাংলা : আপনাকে আর সহ্য হচ্ছে না, দ্রুত বিদায় হন।

 

ভদ্রতা : ভাইজানের মানিব্যাগের স্বাস্থ্য এখন কেমন?

সহজ বাংলা : কিছু টাকা ধার লাগবে। আছে নাকি আপনার কাছে?

 

ভদ্রতা : দাদা, খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন?

সহজ বাংলা : আমার বাসায় সময়ক্ষেপণ করে লাভ নেই। আমি কিছু খাওয়াব না। নিজের বাসায় গিয়ে রান্না করে খান।

 

লেখা : মুহসিন ইরম

সর্বশেষ খবর