সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পরীক্ষার হলে বিশেষ পরীক্ষার্থী

পরীক্ষার হলে ভালো ছাত্রের পাশে এক ধরনের পরীক্ষার্থীদের  দেখা মেলে। সারা বছর পড়ালেখা না করে এই দিনে এদের বিশেষ পরিচয় দেখতে পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক সেই পরীক্ষার্থীদের বিশেষ আচরণগুলো-

♦ দোস্ত, কিচ্ছু পড়িনাই, আমাকে হেল্প করিস প্লিজ। তুই না দেখালে আমি সত্যি সত্যিই ডাব্বা মারব।

♦ অবজেক্টিভের উত্তরগুলো হাতের আঙ্গুলের ইশারায় বলবি। উত্তর ক হলে ১টা আঙ্গুল, খ হলে ২টা, গ হলে ৩টা আর ঘ হলে ৪টা আঙ্গুল দেখাবি। তাহলে কেউ বুঝতে পারবে না।

♦ দোস্ত, তুই আমাকে সৃজনশীলের ক আর খ দেখাবি। তাহলেই পাস করে যাব। গ আর ঘ আমি নিজেই বানিয়ে বানিয়ে লিখতে পারব।

♦ দোস্ত, যে করেই হোক আমার পাস মার্কটা তুলে দিস।

♦ লেখা : সাদ সাইফ

অনার্স প্রথম বর্ষ, ইংরেজি বিভাগ, সরকারি এম এম কলেজ, যশোর।

সর্বশেষ খবর