সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ইংরেজি শব্দের আক্ষরিক প্রয়োগ

ইংরেজি শব্দের আক্ষরিক প্রয়োগ

Stand up :  এই শব্দ শিক্ষকরা সবচেয়ে বেশি ব্যবহার করেন। এই শব্দের অর্থ হয় দাঁড়ানো কিন্তু ক্লাসে বসে আড্ডাবাজির তালে থাকলে এই শব্দকে ভাঙলে হয় ওপরে দাঁড়ানো। সেক্ষেত্রে ছাত্রকে বেঞ্চের ওপরে উঠে দাঁড়াতে হতে পারে।

Seat down : এই শব্দও সাধারণত শিক্ষকরা বলে থাকেন। যার অর্থ বসে পড়, কিন্তু আক্ষরিক অর্থ হয় বসার জায়গাকে নিচে নামাও বা নিচে বসো। সেক্ষেত্রে ছাত্রকে ফ্লোরে বসে পড়তে হতে পারে।

Shut up : শব্দের অর্থ চুপ কর। কিন্তু আক্ষরিক অর্থ দাঁড়ায় বন্ধ ওপরে বা ওপরে বন্ধ।

Lift : শব্দের অর্থ উত্তোলন। তাহলে কেউ যদি কাউকে গাড়িতে লিফট দিয়ে চায় তাহলে কি সে ওপরে তুলতে চায়? কোন ওপরে? গাড়ির নাকি আকাশের?

Check-in : এটি একটি  ফেসবুকীয় শব্দ; যার অর্থ হলো আপনার অবস্থানের জায়গা। কিন্তু আক্ষরিক অর্থ হয় ভিতরে পরীক্ষা করা।

Hangout : এটাও   ফেসবুকীয় শব্দ বটে, যার অর্থ বেড়ানো। কিন্তু আক্ষরিক অর্থ ফাঁসি দিয়ে বাহির করা!

Eleventh-hour : এর অর্থ একদম শেষ মুহূর্তে। কিন্তু আক্ষরিক অর্থ হয় এগারতম ঘণ্টায়।

 

 লেখা : মাহবুব নাহিদ

সর্বশেষ খবর