সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা

ফেসবুকে তাদের প্যাঁচাল

রাফিউজ্জামান সিফাত

এই মাসে আমি যে মূল্যায়ন পাই অন্য কেউ সেটা পায় না। রেস্তোরাঁয় লাইন ধরে আমার জন্য অপেক্ষা করা হয়। উচ্চমূল্যে খরিদ করে আমাকে বাসায় নিয়ে যায়। নিজেকে তখন ভিভিআইপি মনে হয়। আহ, লাইফ ইজ বিউটিফুল

 

মুড়ি আজিব, এইটা স্ট্যাটাস দিয়ে বলার কী আছে! হালিমের ফুটানি দেখলে মাঝে মধ্যে গা জ্বলে। আরে মুড়ি ছাড়া তো ইফতারই হয় না। কই কোনো দিন তো এইটা নিয়া স্ট্যাটাস দিলাম না। এক বাটি ডাইলে এক টুকরা মাংসের তালাশি নিয়া কি দেমাগ, ঢং... 

 Like  Reply  1 hr

 

ছোলা মিস্টার মুড়ি, নিজের চরকায় তেল দাও। তুমিও তো কম ফুটানি করতাছ না। নিজের কথা বললা, কিন্তু ছোলা ছাড়া মুড়ি মাখানির যে দাম নাই এইটা বললা না!

 Like  Reply  57 min

 

বেগুনি সহমত ব্রো!

 Like  Reply  52 min

 

জিলাপি আইছে আরেক সহমতওয়ালা! তা স্যার, বেগুনিতে বেগুনই খুঁজে না পাওয়াটা কোন ধরনের সহমতের লক্ষণ? এভাবে আর কতদিন বেগুনির নামে বেসন খাওয়াবেন স্যার?

 Like  Reply  41 min

 

পেঁয়াজু মিস্টার জিলাপি তুমি বস ভাই। তুমি বস। হাসতে হাসতে কড়াইয়ে গড়াগড়ি খাইতেছি।

 Like  Reply  26 min

 

কাবাব গ্যাঞ্জাম তো ভালোই লাগছে। সস নিয়া গ্যালারিতে বসলাম। চালায়া যান।

 Like  Reply  11 min

 

আলুর চপ আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে পোলাপান রয়ে গেছেন সবাই।

 Like  Reply  9 min

 

বাঙ্গি ফেসবুকে আপনাদের এই প্রতিদিনের ক্যাচাল আর ভালো লাগে না। সবাইকে ব্লক দিচ্ছি। আর অতিরিক্ত তেলচর্বি খাওয়া ছাড়েন।

 Like  Reply  Just now

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর