সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা

ঘরজামাই থাকার কয়েকটি উপকারিতা

সোহেল রানা

ঘরজামাই থাকার কয়েকটি উপকারিতা

►  শ্বশুরবাড়িতে যাওয়ার সময় মিষ্টি কেনা তো লাগবেই না, বরং আপনি আরও আপ্যায়িত হবেন।

 

►  নিজের বাড়িতে থাকলে বাবা-মা কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে চুন থেকে পান খসলে বউয়ের যে বাগ্যুদ্ধ হয় সেটার সম্ভাবনা জিরোর কোটায় থাকবে।

 

►  অনেকদিন পর বউকে নিয়ে নিজের বাড়িতে বেড়াতে গেলে এক ধরনের আনন্দঘন পরিবেশের সৃষ্টি হওয়ার পাশাপাশি আপনার মূল্যায়নও বাড়বে। এককথায় দীর্ঘদিন পর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে গেলে যা হয় আর কি।

 

►  ঘরজামাই থাকলে শ্বশুরবাড়িতে নিজের খুব একটা মাতবরি না থাকলেও শাশুড়ির আপ্যায়ন থেকে বঞ্চিত হওয়ার সুযোগ কিন্তু থাকে না। হাজার হলেও আদরের জামাই আপনে।

 

► ছোট ছোট শালা-শালিদের মধ্যমণিতে পরিণত হলেও ঘরজামাই থাকার কারণে এটা দেন, ওটা দেন এই আবদার থেকে আপনি মুক্ত।

 

►  ঈদের আগে তো আপনার সোনায় সোহাগা অবস্থা। বউকে শপিং করানো তো লাগবেই না, উপরন্তু আপনি ফ্রিতে কেনাকাটা করতে পারবেন।

সর্বশেষ খবর