সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

বাদশাহ আকবর একবার তার দরবারে সভাসদদের ভোজ খাইয়েছিলেন। আকবর বীরবলকে খুব ভালোবাসতেন। তিনি খুব যত্ন করে বীরবলকে খাওয়ান। যখন বীরবল অত্যাধিক খেয়ে বিরক্ত হয়ে গেলেন তখন তিনি আকবরকে বললেন, আমার পেটে জায়গা নেই। আমি আর খেতে পারব না। আমি আপনার এই আজ্ঞাটা পালন করতে পারব না।

তখন একজন আম কেটে প্লেটের মধ্যে রাখল। প্লেটের মধ্যে আম দেখে বীরবলের খুব আম খাবার ইচ্ছা হলো। বীরবল হাত বাড়িয়ে আমের প্লেট থেকে আম নিয়ে খেলেন। বীরবলকে আম   খেতে দেখে বাদশাহ আকবর খুব রাগ করলেন। তিনি চিৎকার করে বীরবলকে ডাকলেন। তখন বীরবল হাতজোড় করে বাদশাহর কাছে গিয়ে বললেন, রাস্তায় যখন খুব ভিড় থাকে তখন বেরোনোর জায়গা থাকে না। সে পথ দিয়ে যদি মহারাজ আপনি যান তখন সবাই সরে গিয়ে আপনাকে যাওয়ার জায়গা দেন। আপনি যেরকম আমাদের রাজা সেরকম আমও হলো ফলের রাজা। আপনাকে যে রকম আমরা রাস্তা ছেড়ে দেই, পেটও সেরকম আমকে দেখে রাস্তা তৈরি করে দিয়েছে। তাই আমি আম খেতে পেরেছি। বীরবলের এই উত্তর শুনে আকবর বীরবলকে আমের ঝুড়িসমেত অনেক টাকা উপহার দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর