সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

সেলামির রকমফের

সেলামির রকমফের

ঐচ্ছিক সেলামি : এই সেলামি ইচ্ছাকৃতভাবেই দেওয়া হয়। অগ্রজরা অনুজদের এই সেলামি দিয়ে থাকে।

 

বাধ্যগত সেলামি : কিছু সেলামি আছে যা দিতে বুক ফেটে যায় তবুও দিতে হয়।

 

জোরপূর্বক সেলামি : অনেক কিপ্টে প্রকৃতির লোক আছে যারা ইচ্ছা করে সেলামি দেয় না। তাদের কাছ থেকে জোর করে সেলামি আদায় করতে হয়। অনেক সময় দুলাভাইয়ের কাছ থেকে শালীদের বা বেয়াইয়ের কাছ থেকে বেয়াইনদের এভাবে সেলামি আদায় করতে দেখা যায়।

 

অদৃশ্য সেলামি : অনেক সময় স্বামীর পকেটে নতুন টাকার মৌ মাতানো ঘ্রাণ পেয়ে স্ত্রী নিজেই নিয়ে নেন সেলামি।

 

অজ্ঞান সেলামি : ঈদের সময় রাস্তাঘাটে সেলামির খোঁজে কিছু অসাধু মানুষ ঘুরে বেড়ায়। যারা মানুষকে কৌশলে অজ্ঞান করে নিজেরাই কেড়ে নেয় সেলামি।

 

আক্কেল সেলামি : কিছু কিছু মানুষ আছে যারা সেলামি তো দেয়ই না, উল্টো তাদের আক্কেলের অভাব প্রকাশ পায়। তাদের আক্কেল শেখানোর জন্য দিতে হয় আক্কেল সেলামি।

 

♦ লেখা : মাহবুব নাহিদ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর