সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ফেসবুকে কথা ও কাজের পার্থক্য

রাফিউজ্জামান সিফাত

ফেসবুকে কথা ও কাজের পার্থক্য

সাহস

ফেসবুকে রাতে খাওয়া শেষে এক যুবক বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিল। ছিনতাইয়ের ভাইরাল হওয়া একটি ছবি দেখে যুবক ফেসবুকে লিখল, ‘ওই জায়গায় আমি থাকলে ভিডিও না করে একাই ছিনতাইকারীদের সঙ্গে লড়াই করতাম। আশপাশে যারা দেখেও এগিয়ে যায়নি, তারা কাপুরুষ। কাপুরুষদের উচিত খাটের নিচে লুকিয়ে থাকা।’

 

বাস্তবে স্ট্যাটাস লিখে পোস্ট দেওয়া মাত্রই যুবক শুনতে পেল, পাশের ফ্ল্যাটে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়েছে, আওয়াজ টের পেয়েই সে লাইট নিভিয়ে টপাক করে খাটের নিচে ঢুকে গেল। ভয়ে রীতিমতো তার হাত-পা কাঁপছে। গলা শুকিয়ে কাঠ। ওই দিকে স্ট্যাটাস দেওয়ার পর থেকেই ফেসবুকে অনবরত লাইক কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে। নোটিফিকেশনের একের পর এক টুং টুং আওয়াজ। একজন কমেন্ট করছে, ব্রো, আপনার সাহসিকতাকে জানাই স্যালুট। যুবক কাঁপা হাতে সেই কমেন্টে লাভ সাইন দিল।   

 

প্রতিবাদ

ফেসবুকে এক লোক অফিস শেষে বাড়ি ফেরার পথে বাসার জানালার ধারে বসে ফেসবুকে লিখল, ‘গণপরিবহনে নারীরা প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হচ্ছে, কিন্তু এভাবে আর চলতে পারে না। আমাদের পুরুষদেরই এর প্রতিবাদে সবার আগে এগিয়ে আসতে হবে। আজকের পর থেকে আপনার সামনে এমন কোনো ঘটনা দেখলে প্রতিবাদ করুন।’

 

বাস্তবে স্ট্যাটাস লেখা শেষে তিনি উঠে দাঁড়ালেন, তার ঠিক সামনেই এক তরুণী সিট না পেয়ে দাঁড়িয়ে আছে। তিনি বাস থেকে নামার আগে ইচ্ছা করেই তরুণীর গায়ের সঙ্গে ধাক্কা লাগালেন। এক কথা দুই কথা বাড়তেই তিনি খেপে গিয়ে বললেন, এতই যখন প্রবলেম তাহলে নিজে গাড়ি কিনে চলাচল করতে পারেন না?

 

সমালোচনা

ফেসবুকে ড্রয়িংরুমে টেলিভিশনে খেলা দেখতে দেখতে এক ছেলে স্ট্যাটাস দিল, ‘ব্যাটিং অর্ডার ঠিকমতো সাজানো হয়নি। মিডল অর্ডারে একটা পরিবর্তন দরকার ছিল। ওই দিকে পেসারদের বোলিংয়ে জোর নেই। স্পিন অ্যাটাক আরও শক্তিশালী করা প্রয়োজন। আর ফিল্ডিংয়ে তো একেবারে যাচ্ছেতাই অবস্থা। এবারের দল নিয়ে আমি পুরাই হতাশ।’

 

বাস্তবে বন্ধুরা দরজার কাছে এসে তাকে ডাক দিয়ে বলল, ‘চল দোস্ত আজ মাঠে যাই, ক্রিকেট খেলব’ ছেলেটি আঁতকে উঠে বলল, ‘না না, ক্রিকেট অত বুঝি না, খেলতেও ইচ্ছে করে না। আমি মাঠে যাব না।’

সর্বশেষ খবর