সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

যে কারণে স্মার্টফোন দরকার

অর্পণ দাশগুপ্ত

যে কারণে স্মার্টফোন দরকার

এক ব্যক্তি ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট করেছেন। তাকে নেওয়া হয়েছে আইসিইউতে। অপারেশন থিয়েটারে তার অপারেশন সম্পন্ন হলো। টানা সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে তিনি শেষ পর্যন্ত বেঁচে গেলেন।

ঘন্টাখানেক পর তার জ্ঞান ফিরলে হাতড়ে হাতড়ে তিনি প্রথমে বাঁ দিকটা দেখলেন, তারপর ডানদিক। শেষমেশ অনেক কষ্ট করে শরীরটাকে উঠিয়ে বেডের নিচটাতেও চোখ বোলালেন।

দূর থেকে তাকে নার্স দেখতে পেয়ে তাড়াতাড়ি ছুটে এলেন। বললেন, ‘আপনার আত্মীয়স্বজন, প্রতিবেশী রুমের বাইরেই আছে! তারা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি এখনই তাদের ডেকে দিচ্ছি, দাঁড়ান!’ আধবোজা চোখে একরাশ বিরক্তি ফুটিয়ে সেই আহত লোকটি বললেন, ‘আমার স্মার্টফোনটা কোথায় দেখেছ? এত বড় একটা বিপদ ঘটে গেল, ফেসবুকে এখনো স্ট্যাটাস দেওয়া হয়নি! ধুর!’

 

সর্বশেষ খবর