সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বল ও স্টাম্পের কথপোকথন

মাহবুব নাহিদ

বল ও স্টাম্পের কথপোকথন

বল : কিরে লম্বু, কেমন আছিস?

স্টাম্প : আর ভালো! যার কপাল পোড়া তার আর ভালো থাকা...

বল : কেন রে তোর আবার কী হইল?

স্টাম্প : এমন নাটক কর, মনে হয় কিছুই জানো না? ঘটনা তুমিই ঘটাও।

বল : কী হয়েছে বুঝিয়ে বল।

স্টাম্প : ভাই তুমি মজা নিচ্ছ? প্রত্যেক মুহূর্তে আমাকে ভাঙার ধান্দায় থাক আর এখন কিছু বোঝ না?

বল : তুই খালি তোর দিকটাই দেখলি, আমার কষ্ট দেখলি না। তুই তো মাঝেমাঝে মাইর খাস, আমি তো প্রতি ডেলিভারিতে খাই। মাঝেমধ্যে মেরে মাঠের বাইরে বের করে, ছাল-বাকল উঠিয়ে  দেয়। বেশি অসুস্থ যখন হয়ে পড়ি তখন ফেলে দেয়। পরের ম্যাচে আর নেয় না। তোমারে তো আর ফেলে দেয় না।

স্টাম্প : তা ঠিক। তোর কষ্ট বেশি। কিন্তু তুমি আমার ওপরে পড় ক্যান? আমার ওপরে কী রাগ তোমার?

বল : আরে রাগ তো প্লে­য়ারদের ওপর। চাই তো ওদের মাথা ফাটাতে কিন্তু ব্যাট শত্রু হয়ে দাঁড়ায়।

স্টাম্প : তুমি বেশি কথা বইল না। ব্যাটই ভালো। ও আমারে অনেক কষ্ট করে বাঁচায়। আমাকে বাঁচাতে না পারলে দুঃখ পায়।

বল : ও! তাহলে তোমার ব্যাটই ভালো?

স্টাম্প : তোর চাইতে অনেক ভালো। তুই তো অন্যের রাগ আমার ওপর দেখাস।

বল : ওহ, আচ্ছা! ঠিক আছে তাহলে। তুই থাক তোর ব্যাট নিয়ে। আমিও তোরে খুঁজে খুঁজে মারব। বোল্ড করে মারব। স্ট্যাম্পড করে মারব, রান আউট করে মারব। মারব আর লাইট জ্বালাব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর