সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

হোজ্জা একবার উটের গাড়িতে চড়েছেন মাত্র। গাড়িচালক হোজ্জার কাছে ভাড়া চাইল। শুনে হোজ্জা হুড়মুড় করে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হলেন। চালক বাধা দিয়ে বলল, ‘ভাড়া না দিয়ে আপনি যাচ্ছেন  কোথায়?’

‘আমি হলাম বাদশার খাস বন্ধু। আমার কাছে তুমি ভাড়া চাইছ!’

‘ঠিক আছে, আপনিই যে হোজ্জা, তার প্রমাণ কী?’

হোজ্জা বললেন, ‘তুমি কি আমাকে গাড়িতে উঠতে দেখেছ?’

‘নিশ্চয়ই দেখেছি।’

‘তুমি কি আমাকে চেন?’

‘না, চিনি না।’

‘তাহলে কী করে জানলে যে আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি?’

 

---- হোজ্জা একবার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এক হেকিমের কাছ থেকে ওষুধ নিয়েছিলেন।

কয়েক মাস পর হোজ্জা তার হেকিমের কাছে গেলেন ওই ওষুধ আনার জন্য।

‘আচ্ছা, গতবার তোমাকে কী ওষুধ দিয়েছিলাম, একেবারেই মনে করতে পারছি না।’

‘তাহলে ওই ওষুধ এখন থেকে আপনি নিজেই খাবেন’, হোজ্জা বিনীত গলায় বললেন।

 

------- একবার ড্যানিয়েল ওয়েবস্টারের বন্ধুর আড়াই শত ডলার ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে। ব্যাংক তাকে ঋণ দিতেও রাজি হয়। কিন্তু ব্যাংকের নিয়ম অনুসারে একজনকে নমিনি হতে হবে। তার বন্ধু ছুটে এলেন তার কাছে। বন্ধুর কথা শুনে ওয়েবস্টার বললেন, ‘ভালো কথা, এ মুহূর্তে আমারও কিছু ডলার দরকার। তুমি এক কাজ করÑ পাঁচ শত ডলারের জন্য আবেদন কর। আমি আড়াই শত রাখব আর তুমি আড়াই শত নেবে। তাহলে দুজনেরই সমস্যা মিটে যাবে।’

পরে অবশ্য তাই হয়েছিল।

 

------ টমাস এডিসন ছিলেন খুবই হিসাবি মানুষ। সব কাজেই তিনি কিছু না কিছু প্রাপ্তির চিন্তা করতেন। তার একটি গ্রীষ্মকালীন অবকাশ যাপনের বাড়ি ছিল।  যেটাতে তিনি অদ্ভুত সব প্রযুক্তির  খেলা দেখিয়েছিলেন। একদিন এক দর্শনার্থীকে তিনি বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন।

আধুনিক সব যন্ত্রপাতিতে ভরা বাড়ির এক জায়গায় দেখা গেল একটি পুরনো আমলের ভারী দরজা। ওটা ঘুরিয়ে পাশের ঘরে যেতে হয়। ওটা দেখে দর্শনার্থী খুবই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘সবকিছু এত আধুনিক হওয়া সত্ত্বেও এ দরজাটি এত পুরনো আর ভারী কেন?’ এডিসন তখন  হেসে জবাব দিলেন, ‘এটা রাখা হয়েছে দুটো কারণে। পুরনো বলে সবাই এর প্রতি কৌতূহলী হয়ে ওঠে। তখন সে কষ্ট করে হলেও ভারী দরজাটি ঘোরায়।

আর ওটা একবার ঘোরালে আমার বাড়ির ছাদের ট্যাংকিতে আট গ্যালনের মতো পানি ওঠে। এটি বানানোর পর থেকে ছাদে পানি ওঠানো নিয়ে আমাকে আর ভাবতে হয় না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর