সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

তাদের যদি ফেসবুক থাকত

আমাদের জনপ্রিয় কবি সাহিত্যিকরা যদি ফেসবুক চালাতেন কেমন হতো তাদের ফেসবুক। লিখেছেন-  মাহবুব নাহিদ

রবীন্দ্রনাথ ঠাকুর

ফেসবুকে শুধু গল্প কবিতা গানে ভরা। প্রোফাইল পিকচারে ডিএসএলআর এর ছবি, নারীদের লাইক কমেন্টে ভরা। প্রচুর ফ্রেন্ড আর ফলোয়ারে ভরপুর তার আইডি।

 

 

 

সুকান্ত ভট্টাচার্য

নিজের কোনো ছবি নাই। সব নিপীড়িত মানুষের ছবি। কারও সাথে চ্যাটিং করার সময় নাই। কিছুক্ষণ পর পর কারও রক্ত লাগবে, কারও কিডনি লাগবে, কারও অর্থ সাহায্য লাগবে এসব পোস্ট দেন।

 

 

 

জীবনানন্দ দাশ

কিছুক্ষণ পরপর একেকটা কবিতা পোস্ট করেন। সঙ্গে নদী, ধানক্ষেত কিংবা বকের ছবি থাকবেই। প্রোফাইল পিকচারে বনলতা সেনের কালো চুলের ছবি দেওয়া।

 

 

 

শরৎচন্দ্র  চট্টোপাধ্যায়

 প্রেম আর বিরহের স্ট্যাটাস দিতেন। অনেক লাইক-কমেন্ট পেতেন। তার স্ট্যাটাসের  নিচে কলেজ পড়ুয়া মেয়েরা এসে কমেন্ট করত- চোখে জল এসে গেল। ছ্যাঁকা খাওয়া যুবকরা তাকে ইনবক্স করত- পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর