সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আপনি কেমন ফেসবুক ফ্যান

ফেসবুক ফ্যান পেজে বিভিন্ন ধরনের ফ্যান দেখা যায়। আপনি কোন ক্যাটাগরির কত নম্বর ফ্যান তা মিলিয়ে নিন নিচের তালিকায়। লিখেছেন- অর্পণ দাশগুপ্ত

লাইক বিষয়ক ক্যাটাগরি-

♦ ধরো পোস্ট, মারো লাইক : এদের অনেকেই পোস্ট পড়েও না, দেখেও না, লাইক মেরেই দৌড় দেয়! এক অদ্ভুত আশ্চর্য অর্বাচীন ফ্যানের তালিকায় তারা থাকবেন।

♦ আমার লাইক আমি দেব, ইচ্ছা না হলে কেন দেব : পোস্ট ভালো লাগলেও এরা লাইক দিতে নারাজ। আর ভালো না লাগলে তো কথাই নেই।  

♦ সচেতন ফ্যান : ভালো পোস্টে লাইক দেওয়ার ব্যাপারে এদের কার্পণ্য নেই। খারাপ পোস্ট এড়িয়ে যেতেও এদের বাধা নেই। এদের বিচক্ষণতা এবং সেন্স অব হিউম্যার সবার চেয়ে সবচেয়ে উন্নত।

♦ লুল ফ্যান : পোস্টে মেয়েদের কমেন্টে, লাইক মারতেই এদের  আগ্রহ বেশি। পোস্ট কন্টেন্ট এদের বিবেচ্য নয়।

♦ বুদ্ধিমান ফ্যান : এদের ধারণা লাইক বিক্রি করে অ্যাডমিন বড়লোক হচ্ছে। তাই ফেসবুকের ফ্যান পেজের কন্টেন্টে কোনো প্রকার লাইক দেওয়া চলবে না।

কমেন্ট বিষয়ক ক্যাটাগরি-

♦ আমি কিছু বলব না টাইপ ফ্যান : ফেসবুকের কোনো পেজের কন্টেন্টে কমেন্ট দেওয়ার প্রতি এদের আগ্রহ শূন্যের কাছাকাছি প্রায়! 

♦ স্প্যামার : বাইরের লিংক শেয়ারকারী বিভিন্ন পেজের লাইকের প্রতি তাদের যত মনোযোগ। 

♦ সচেতন ফ্যান : এরা পোস্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কমেন্ট প্রদানে আগ্রহী এবং এদের জন্যই বোধহয় ফেসবুকের ফ্যান পেজগুলো টিকে আছে এখনো।

♦ ক্যাঁচাইল্লা ফ্যান : কোনো ফেসবুক ফ্যান পেজের কন্টেন্ট না বাছাই করে সব জায়গায় ঝামেলা করা ছাড়া বোধহয় অন্য কোনো কাজ নেই এদের! ঝামেলা না করলে পেটের ভাত হজম হয় না এদের সম্ভবত!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর