সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
পাঠকেরলেখা

নানা রঙের গরম

কাজী সুলতানুল আরেফিন

নানা রঙের গরম

♦ মৌসুমি গরম : প্রত্যেক ঋতুতেই এ গরম আঘাত হানে! এ গরমে অনেকেই আবার নরম হয়ে যান। মানে গরমের চাপে ভিতর থেকে কুঁচকে গিয়ে নিস্তেজ হয়ে পড়েন। হাঁসফাঁস করতে করতে উপায় না দেখে কোথাও ঝিমিয়ে পড়ে থাকেন। শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটে ক্রেতার আনাগোনা বেড়ে যায়। আইসক্রিমকে প্রেমিকার মতো মনে হয়।

 

♦ লোডশেডিংয়ের গরম : এ গরমের মধ্যে মড়ার ওপরে খাঁড়ার ঘা হয়ে উঠে জাদুকরী বিদুৎ।  চোখের পলকে আসে-যায়। কখনো কখনো গেলে আর আসতে চায় না। বৈদ্যুতিক পাখার দিকে তাকিয়ে মানুষ হাঁসফাঁস করতে থাকে।

  

♦ যানবাহনের গরম : যানবাহনের পাশাপাশি চালক আর হেলপারেরও গরম আছে। সঙ্গে তো বাদুর ঝোলা থাকা অবস্থা ঠেলাঠেলির গরম ফ্রি।

 

♦ টাকার গরম : টাকা যার গরম তার! টাকার গরমের সঙ্গে ক্ষমতার গরম থাকলে পোয়াবারো। সব গরম একেবারে হাতের মুঠোয়!

♦ অশান্তির গরম : সমাজ আর সংসারে অশান্তির গরম চরম। এ গরম ঘরে-বাইরে সবখানেই লেগে থাকে আজকাল।

 

♦ সামাজিক মাধ্যমের গরম : এ গরম আর ঠান্ডা হয় না! সারা বছরই ফেসবুকে একটা না একটা ইস্যু নিয়ে গরম লেগেই আছে।  

 

-পূর্ব শিলুয়া, ছাগলনাইয়া, ফেনী।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর