সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
পাঠকের লেখা

কাগজ কখন কীভাবে পরিচিত

অর্পণ দাশগুপ্ত

কাগজ কখন কীভাবে পরিচিত

►  চার রঙা টুকরো কাগজ যদি কোনো মূল্যমান হিসেবে আমাদের কাছে থাকে। সেটা কিন্তু আমরা কাগজ বলি না, বলি টাকা!

   

► কাগজ যদি কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য রাস্তাঘাট, বাস, ওভারব্রিজ কিংবা অন্য কোনো পাবলিক প্লে­সে হাতে হাতে বিলি করা হয় সেটি লিফলেট বা হ্যান্ডবিল!

 

► অনেকগুলো কাগজ যদি একটি সংকলনে ফর্মা এবং রেজিতে অন্তর্ভুক্ত করা হয় তবে সেটি বই বা ম্যাগাজিন।

 

► যে কাগজ আমরা ব্যাংকে অর্থ জমা রাখা বা অর্থ উত্তোলনের কাজে ব্যবহার করে থাকি সেটা চেকবই।

 

► যে কাগজ কোনো অফিশিয়াল বিজ্ঞপ্তি বা মেসেজ জানাবার জন্য কিংবা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে, সেটা নোটিস।

► যে কাগজ নিজের অব্যক্ত ভালোবাসা বা অনুভূতি পছন্দের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তা হলো প্রেমপত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর