শিরোনাম
সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
বিলিভ অর নট

বিশ্বাস অযোগ্য একটি গল্প

১০০% ভুয়া

মেহেদী আল মাহমুদ

হেকমত আলী দাঁড়িয়ে আছেন থানার সামনে। হাতে একটা ব্যাগ। ব্যাগে পাঁচ কেজি পিয়াজ। সেই ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে ওসি সাহেবের সামনে এসে দাঁড়ালেন। হেকমতকে দেখে ওসি সাহেব জিজ্ঞেস করলেন, ‘কী সমস্যা?’

হেকমত বললেন, ‘স্যার, আমি একজন সিএনজি ড্রাইভার।’

ওসি সাহেব বললেন, ‘তো কী হয়েছে? সমস্যা কী বল।’

হাতের ব্যাগটা দেখিয়ে হেকমত বললেন, ‘একটু আগে এক প্যাসেঞ্জার আমার গাড়িতে এই প্যাকেটটা ফেলে গেছে। প্যাকেটে পাঁচ কেজি পিয়াজ আছে স্যার।’

ওসি সাহেব তড়াক করে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লেন, ‘কি, পিয়াজ? পাঁচ কেজি?’

হেকমত বললেন, ‘জি স্যার। পুরো পাঁচ কেজি। আমি পিয়াজগুলো এর মালিককে ফেরত দিতে চাই। পরের সম্পদে আমার লোভ নেই স্যার। নিজে উপার্জন করে খাব কিন্তু অন্যের জিনিসে হাত দেব না।’

ওসি সাহেব পিয়াজের ব্যাগটা ধরলেন। তুলে রাখলেন লকারে। বললেন, ‘তোমার মতো সৎ মানুষ সচরাচর চোখে পড়ে না হেকমত। আমরা পিয়াজগুলো সযত্নে রেখে দেব। চেষ্টা করব এর মালিকের হাতে তুলে দিতে। তুমি এবার আসতে পার।’

হেকমত থানা থেকে বেরিয়ে এলেন।

কিছুক্ষণ পরের কথা। এক ভদ্রলোক হুড়মুড় করে থানায় ঢুকে পড়লেন, ‘ওসি সাহেব! ওসি সাহেব, আমার সর্বনাশ হয়ে গেছে।’ ওসি সাহেব ভদ্রলোককে শান্ত করে বসালেন। তারপর বললেন, ‘এবার বলুন কী হয়েছে।’

ভদ্রলোক বললেন, ‘আজ আমার মেয়ের বিয়ে। নতুন জামাইকে উপহার হিসেবে পাঁচ কেজি পিয়াজ দেব ভেবেছিলাম। কারওয়ান বাজার থেকে সেই পিয়াজ কিনে বাসায় ফিরছিলাম। কিন্তু ভুলে সিএনজিতে পিয়াজের প্যাকেট রেখে নেমে পড়েছি। জলদি পিয়াজগুলো উদ্ধার করে দেন স্যার। নইলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে।’

ওসি সাহেব এবার নিশ্চিন্ত হলেন, ভাবলেন, যাক পিয়াজের মালিক পাওয়া গেছে। তিনি বললেন, ‘চিন্তার কোনো কারণ নেই। আপনার পিয়াজ পাওয়া গেছে। ওই সিএনজি ড্রাইভার থানায় এসে পিয়াজ জমা দিয়ে গেছে।’ তারপর পিয়াজের ব্যাগটা ভদ্রলোকের হাতে তুলে দিতে দিতে বললেন, ‘এই নিন আপনার পিয়াজ।’

পিয়াজ ফিরে পেয়ে ভদ্রলোক খুশিতে কেঁদে ফেললেন। ভদ্রলোক সিএনজি ড্রাইভারের সঙ্গে দেখা করতে চাইলেন। ওসি সাহেব তাকে ফোন দিয়ে থানায় আনালেন। তাকে দেখেই ভদ্রলোক জড়িয়ে ধরলেন। বললেন, ‘আমি আপনার সততায় খুব খুশি হয়েছি। উপহার স্বরূপ আমি আপনাকে আড়াইশো গ্রাম পিয়াজ দিতে চাই।’

সিএনজি ড্রাইভার হেকমত আলী বললেন, ‘উপকারের বিনিময়ে আমি কখনো কিছু নেই না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর