শিরোনাম
সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এমন কেন হয়?

কিছু কিছু ঘটনা আমার সঙ্গে ঘটেছে। মিলিয়ে দেখুন তো আপনার সঙ্গেও এমনটা ঘটে কি না। লিখেছেন : তাসলিমা নীলু

এমন কেন হয়?

►  যখন কোনো কাজ করতে গিয়ে হাত ময়লা হয়, তখনই নাক-কান, পিঠে চুলকাতে শুরু করে।

►  হাত থেকে যখন কলম, রাবার, পেনসিল পড়ে যায়, তখন সেটা গড়িয়ে এমন চিপায় গিয়ে ঢুকে যে উদ্ধার করতে কোমরের হাড়ের বারোটা বাজে।

►  জ্যামে বসে থেকে থেকে বিরক্ত হয়ে যখন নেমে পড়ি তখনই জ্যাম ছুটে বাস চলতে শুরু করে।

►  চুপি চুপি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে দেখা যায় সবচেয়ে খাদক বন্ধুটা সেখানে আগে থেকেই বসে আছে।

►  সাজেশনের ১১টা প্রশ্নের ১০টা পড়ে যে একটা প্রশ্ন বাদ দিয়ে যাই, প্রশ্নপত্রে সেটাই সবার সামনে জ্বলজ্বল করে।

►  বাথরুমে গোসলে ঢুকে পুরো শরীর ভেজানোর ঠিক পরই মোবাইলে জরুরি কল আসে।

►  লিফটে উঠতে গেলে আমি যদি নিচতলায় থাকি তো লিফট উপরের তলায় থাকে আর আমি উপরের তলায় থাকলে লিফট থাকে একেবারে নিচের তলায়।

►  দুই ঘণ্টা ধরে মনোযোগ দিয়ে পড়ছি কিন্তু তখন মা আসে না। যেই না বই ছেড়ে মোবাইলটা ধরেছি, অমনি মা এসে দেখে ফেলে।

►  সবচেয়ে মজার যে খাবারটা সেটাই ডাক্তার খেতে মানা করে এবং যেটা পছন্দ করি না সেটাই বেশি করে খেতে বলে।

►  যেদিন তাড়া থাকে সেদিন সবগুলো সিগন্যালে দাঁড়াতে হয়। আর যেদিন তাড়া থাকে না, সেদিন কোনো সিগন্যালে আটকায় না।

►  যেদিন ফিটফাট হয়ে বাসা থেকে বেরোই সেদিন সুন্দরী প্রতিবেশী মেয়েটার দেখা পাই না। কিন্তু যেদিন লুঙ্গি পরে বের হয়, সেদিনই তার সঙ্গে দেখা হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর