সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মিথ্যা তুমি দশ পিঁপড়া

রাফিউজ্জামান সিফাত

মিথ্যা তুমি দশ পিঁপড়া

হেলাল শেফালিকে মিথ্যা কথা বলে। কারণে বলে, অকারণে বলে। মোবাইলে শেফালি হয়তো জিজ্ঞাসা করল, ‘বাবু, তুমি কোথায়’ হেলাল উত্তরে বলবে, ‘আমি সবজি বাজারে, চিচিঙ্গা কিনি।’ অথচ হেলাল মাছের বাজারে। রাতে ডান পাশে কাৎ হয়ে ঘুমালে  সে শেফালিকে বলবে বাম পাশ ফিরে ঘুমিয়েছে, যদি লালশাক দিয়ে ভাত খায় তবে বলবে লাউশাক দিয়ে খেয়েছে।

একদিন বিকালবেলায় শেফালি মোবাইলে হেলালকে জিজ্ঞাসা করল, ‘বাবু, তুমি কি করছ?’ হেলাল চটজলদি জবাব দেয়, ‘আমাদের এলাকার মাঠে ক্রিকেট খেলি, সীমানার কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করছি, তুমি কি করছ?’ শেফালি বলল, ‘আমি শপিং  সেন্টারে, তোমার পিছনে দাঁড়িয়ে আছি।’

সেদিন হেলাল ঝড় কাটিয়ে দিয়ে বলেছিল, শেফালিকে সারপ্রাইজ দিতে সে লুকিয়ে মার্কেটে এসেছে। আরেকদিনের ঘটনা, ডেটিংয়ে আসতে হেলালের চৌদ্দ মিনিট দেরি হয়। স্বভাবতই শেফালি রাগ করে দেরি হওয়ার কারণ জানতে চায়। হেলাল দশ টাকার বাদাম কিনে বেঞ্চে পাশাপাশি বসে গল্প বানায়, ‘ঠিক টাইমেই তো রওনা দিছিলাম, বাস স্টপেজে দাঁড়াতেই বাসও পেয়ে গেলাম, বাসে উঠে সিটও পেয়ে গেলাম, হাতে তখনো ঘণ্টা তিনেক সময় বাকি। আমি নিশ্চিন্ত মনে ঘুম দিলাম, হঠাৎ শুনি চিল্লাপাল্লা। চোখ মেলে দেখি বিখ্যাত ইউটিউবার বিলকিস। সে চিৎকার করে বলছে, ছিনতাইকারী আমার ডিএসএলআর ক্যামেরা নিয়া গেল রে। বিলকিস লোকাল বাসের ভিডিও ব্ল­গিং করছিল। ওই সময় জানালা দিয়ে টান দিয়া কে জানি তার ক্যামেরা নিয়া ভাগছে।’ শেফালি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, ‘তুমি ছিনতাইকারীকে ধাওয়া করলে, তাই না?’ হেলাল বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ‘নাহ, আমি চট করে মোবাইল বের করে বিলকিসের কান্না ভিডিও করলাম।’

শেফালি অবাক হওয়ার ভান করে বলল, ‘কান্না ভিডিও করলে!  সেই ভিডিও কোথায়, দেখি?’ হেলাল বলল, ‘ভুলে চাপ লেগে ডিলিট হয়ে গেছে।’ শেফালি কিছু বলল না। প্রেমিক হিসেবে ভালো একজন গল্পকার পাওয়া গেছেÑ এটাই যা খুশির কথা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর