সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অ্যাঁ বর্ষণমুখর শীতকাল

একটি ফ্রি মোটিভেশনমূলক রচনা

কাজী সুলতানুল আরেফিন

বর্ষাকালে কোকিল ডাকতে শুনেছি। আর এখন শীতকালে  বৃষ্টি নেমে আসতে দেখছি। ঋতু বৈচিত্র্যের এই দেশে ঋতুরা নতুন বিচিত্রিতা দেখাচ্ছে। এমন বর্ষণমুখর শীতকালের মতো যদি প্রেয়সীর পুরনো স্বভাব বদলে যেত তবে হয়তো নতুন কিছু দেখা যেত! প্রেমিকদের সব সময় তাদের প্রিয়তমার প্রশংসায় মুখ সচল রাখতে হয়। ঋতুর মতো যদি আচমকা  প্রেয়সীদের স্বভাবের কিছুটা পরিবর্তন হতো! তাহলে কী দেখা যেত?

প্রেয়সীর শীতের অন্তরে বর্ষা নেমে আসত। এতে করে তারা উল্টো প্রেমিকদের প্রশংসা করতেন। রেস্তোরাঁয় ভোজন পর্ব শেষে আগ বাড়িয়ে বিল দিতেন। প্রেমিকের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার ভয়ে চিন্তিত থাকতেন। প্রেমিকের মা-বাবাকে ম্যানেজ করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিতেন। এভাবে আরও কত কী যে দেখা যেত তার হিসাব নেই! আসুন আমরা প্রেমিকের সেবা করি। শীতে বর্ষা আসার মতো বদলে যাই। তবে বেশি বদলানোর দরকার নেই। দেখা গেল প্রেমিকই বদলে ফেললেন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর